সিরাজগঞ্জের যমুনা নদীর চর থেকে যুবক জহুরুল ইসলামের (২১) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সিরাজগঞ্জ সদর উপজেলার বিয়ারাঘাট গ্রামের নূর হোসেনের ছেলে। সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই যুবক।
বহু খোঁজাখুজির পর রোববার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লার ক্রসবার-৩ এর বালুচরে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।